রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তিকৃত বিএনপি চেয়ারারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্টে ফুসফুসের অবস্থা আগের চেয়ে আরও ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকী। তিনি আরও বলেছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যান্য সমস্যার পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করতে পারিনি সেগুলো করাব। রিপোর্টগুলো পেলে তা রিভিউ করব। অস্থির হয়ে উনাকে ভর্তি করালাম… রিপোর্ট ঠিকমত না দেখে আবার নিয়ে গেলাম… একটা দুইটা পরীক্ষার জন্য আবার উনাকে হাসপাতালে নিয়ে আসলাম… এটা ভালো দেখায় না। সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি।
তিনি বলেন, সিটিস্ক্যান রিপোর্টে উনার ফুসফুসের অবস্থা আগের রিপোর্টের চেয়ে ভালো এসেছে এবং খুব সুন্দর পরিষ্কার আছে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে দুদিন হাসপাতালের কেবিনে রাখা হতে পারে।
খুলনা গেজেট/এনএম