খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনায় সরকারের আপত্তি নেই : আইনমন্ত্রী

গেজেট ডেস্ক 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএপনি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যাপারে সরকারের কোন আপত্তি নেই। চিকিৎসক আনতে সকল ধরনের সহযোগিতা করবে সরকার।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

বিভিন্ন জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসাসেবা দিতে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎকের আগামীকাল বুধবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্রটির দাবি, তিন চিকিৎসক হলেন- বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। আর অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!