খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় জেলা বিএনপির অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচির আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির তথা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছে। কোন শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করতে হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই অনুষ্ঠিত হতে হবে। আমরা দুর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের সাথে কোন আপোষ করতে রাজি নই। একমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তা না হলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলবে। তিনি আগামীতে কেন্দ্রীয় নির্দেশীত বিএনপির সমস্ত কর্মসূচিতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান।

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড.মোঃ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনির হেদায়েতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্ড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, ঢাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো.আজিজুর রহমান সেলিম, ইসমাইল হোসেন নিরব মো.শাহিন ইসলাম প্রমুখ।

পরে কর্মসূচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পানি খাইয়ে অনশন ভাঙ্গান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা মাষ্টার বাবুল মিয়া।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!