বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমানকে স্বাগত জানাতে ঢাকায় অবস্থান করছেন খুলনা বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুলশান ২ নম্বর সড়কে অবস্থান নেন তারা। এ সময় তাদের হাতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা শোভা পাচ্ছিল।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার রাতে খুলনা মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় পৌঁছায়। সকাল থেকে তারা গুলশান-২ নম্বর সড়কের দু’পাশে অবস্থান নিয়েছেন।
তিনি জানান, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, নড়াইলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক এমপি মুজিবুর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ খুলনা বিভাগীয় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সেখানে অবস্থান করছে।
এদিকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে সাবেক নেতারাও গুলশান ২ নম্বর সড়কে অবস্থান করছেন। সেখানে খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেসিসি মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদসহ শতাধিক নেতাকর্মী রয়েছেন।
নজরুল ইসলাম মঞ্জু জানান, ভোরে রওনা দিয়ে সকাল দশটায় তারা গুলশান ২ নম্বরে পৌঁছেছেন। গুলশান ২ এর মোড় থেকে চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত সড়কে দু’পাশে তারা পতাকা নিয়ে অবস্থান করছেন।
খুলনা গেজেট/হিমালয়/এএজে