খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

খালেকের সেই সহযোগী কালো তালিকায়, শোকজ করা হচ্ছে ১২ ঠিকাদারকে

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অপসারিত মেয়র তালুকদার আবদুল খালেকের ঠিকাদারি কাজের অংশীদার মেসার্স হোসেন ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ১২ জন ঠিকাদারকে শোকজ করা হবে। মঙ্গলবার কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে প্রকৌশলীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার থেকে পর্যায়ক্রমে সবাইকে চিঠি দেওয়া হবে।

মঙ্গলবার কেসিসিতে তালুকদার আবদুল খালেকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক সমকাল ও খুলনা গেজেটে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নিয়ে দিনভর নগর ভবনে নানা আলোচনা চলেছে।

সংবাদে উল্লেখ করা হয়, মেয়র হয়েও গত ৬ বছর ধরে কেসিসির ঠিকাদারি কাজ করতেন তালুকদার আবদুল খালেক। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে তিনি কাজগুলো করতেন। এই কাজ দেখাশোনা করতেন হোসেন ট্রেডার্সের মালিক এইচ এম সেলিম। খুলনায় তিনি সেলিম হুজুর হিসেবে সবার কাছে পরিচিত।

কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, সেলিম হুজুরের মালিকানাধীন মেসার্স হোসেন ট্রেডার্সকে এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও ১২ ঠিকাদারকে শোকজ করা হবে। তারা হলেন আজাদ ইঞ্জিনিয়ার্স, মেসার্স তাজুল ইসলাম, শাহীদ এন্টারপ্রাইজ, মেসার্স রোজা এন্টারপ্রাইজ, টুটুল অ্যান্ড কোং, এফ এম বিল্ডার্স, রকি এন্টারপ্রাইজ, রহমান অ্যান্ড ব্রাদার্স, মাসুদ এন্টারপ্রাইজ, আবুল হোসেন কোং ও জিয়াউল ট্রেডার্স। এছাড়া জিয়াউল ট্রেডার্সের আরেকটি কাজ বাতিল ও ফার্মটি ৬ মাসের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং মানুষের দুর্ভোগ দৃষ্টি করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/ হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!