মহানগরীর খালিশপুর থানা এলাকায় স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার (১২ সেপ্টেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুস সামাদ এ নির্দেশ দেন। এর আগে নিহতের স্ত্রী সোনিয়াকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়েক করে নিহতের পিতা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার বাগচী জানান, পারিবারিক কলহের জের ধরে সোহেলকে হত্যা করে স্ত্রী সোনিয়া। আর্থিক সংকটের বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রায়ই কলহ বিবাদ লেগে থাকতো। শনিবার গভীর রাতে তাদের বিবাদ চরমে পৌঁছে গেলে সোনিয়া ভারী বস্তু দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। খালিশপুর ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়া হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে কি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে সে বিষয়ে কোন কিছু বলেনি সে। সংসারের উন্নতির জন্য স্বামী স্ত্রী দু’জন বাইরে কাজ করতো। সোনিয়া স্থানীয় একটি দোকানে দর্জির কাজ করতো বলে আইও আরও জানিয়েছেন।
রোববার সকালে সোনিয়াকে আসামি করে নিহত সোহেলের পিতা শাহ আলম পেয়াদা বাদি হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং ৭।
খুলনা গেজেট/ টি আই