খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

খুলনায় নকল খাদ্যপণ্যের কারখানায় অভিযান, অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মহানগরীর খালিশপুরে অনুমোদনহীন এবং নকল খাদ্যদ্রব্য যেমন হরলিক্স, জেলি ইত্যাদি তৈরির অপরাধে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাস্তুহারা কলোনিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে এ অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, খাদ্যে ভেজাল প্রতিরোধের বিরুদ্ধে চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট  মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর খালিশপুর বাস্তুহারা কলোনিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনহীন এবং নকল খাদ্যদ্রব্য যেমন হরলিক্স, জেলি ইত্যাদি তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাড়িতে খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধ আমলে নিয়ে সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন খালিশপুর থানার পুলিশ সদস্য, বিএসটিআই এবং এনএসআই এর কর্মকর্তারা।ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাদ্যমান নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!