খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

খালিশপুরে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার ( ০২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫ টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দশুনে রেললাইনের কাছে যেতে দেখা যায় ট্রেনের তিনটি বগি পড়ে রয়েছে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তকর্মীরা আসেন। তবে কোন হতাহত হয়নি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এখানকার বসবাসকারীরা।

রেল ওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কি ম্যান আনিসুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে খুলনা জংশন থেকে তেল লোড করার জন্য পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর দিকে একটি তেলবাহী এমটি ট্রেন যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় আসলে লাইনে সমস্যা দেখা দেয়। কিছুদূর যেতেই আলমনগর এলাকায় তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিটিও ৪০০১২, ৪০০৪৬ ও ৪০০৮৪ এই তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে চাকা ভেঙে যায় ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।

রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার শামীম আহমেদ বলেন, আলমনগর এলাকায় ট্যাঙ্ক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষত হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াগন উদ্ধারে রিলিফ ট্রেন আসছে। রিলিফ ট্রেন এসে ওয়াগানগুলো উদ্ধার করবে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

এতে তিনটি চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খুলনা রেলওয়ে ম্যানেজার মোঃ মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!