খালিশপুরে অনির্বান প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অনির্বান কিংসে ৮ উইকেটে হারিয়েছে অনির্বান ওয়ারিয়ার্স। শুক্রবার বিকালে খালিশপুর বঙ্গবাসী স্কুল মাঠে টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করছেন।
এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অনির্বান কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১০৯ রানে অল আউট হয়ে যান তারা। দলের হয়ে সুরাজ সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন। ব্যাট হাতে ১৯ বল মোকাবেলা করে ৬টি ওভার বাউন্টারী উপহার দেন তিনি। এছাড়া সিয়াম ২৫ ও রমিম ২০ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষের বোলার সাগর একাই চারটি উইকেট সংগ্রহ করেন। এছাড়া রাজা ২টি উইকেট নেন।
১১০ রানের লক্ষে ব্যাট করতে দুই উইকেট হারিয়ে নেমে ৯ ওভার ৫ বলে নির্ধারিত লক্ষে পৌছে যায় অনির্বান ওয়ারিয়ার্স। দলের হয়ে শহিদুল ২টি বাউন্ডারী ও চারটি ওভার বাউন্ডারীর সাহায্যে সর্বোচ্চ ৩৪ রান সংগ্রহ করেন। এছাড়া সাগর ২টি বাউন্ডারী ও ৩টি ওভারবাউন্ডারীর সাহায্যে ৩২ রানে অপরাজিত ছিলেন। আর অনিক ১৯ রান সংগ্রহ করেন। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নেন অনির্বান ওয়ারিয়র্সের অলরাউন্ডার সাগর। সাগর ব্যক্তিগত ৩৪ রান সংগ্রহ এবং চারটি উইকেট নেন তিনি। ম্যাচ পরিচালনা করেন মোহাম্মদ মিলন ও খালিদ হোসেন।
এদিন বিকালে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। উদ্বোধনী অনুষ্ঠানে অনির্বান ক্লাবের চেয়ারম্যান মশিউর রহমান লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. এসএম সায়েম মিয়ার পরিচালনায় অতিথি ছিলেন ভিভো মোবাইল কোম্পানীর জেনারেল ম্যানেজার হে বিং, টারমিনাল ম্যানেজার ওয়াং রংওয়েং, ব্যান্ড ম্যানেজার মোঃ ফাহিদুল আলম, বঙ্গবাসী স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, খুলনা প্রেস ক্লাবের সহকারি সম্পাদক এসএম নূর হাসান জনি, আ’লীগ নেতা মুন্সি মনোয়ার হোসেন, প্রফেসর শামীম, যুবলীগ নেতা মহিদুল ইসলাম মিলন, জিএম শফিক ও মোশাররফ হোসেন, ভিভো মোবাইল কোম্পানীর এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন রনি, ব্রান্ড এক্সিকিউটিভ শাহজাদা বাবর আলি, মানিক মোল্লা, মশিউর রহমান জনি, নাদিম, ইমরান প্রমুখ।
খুলনা গেজেট/কেএম