কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বিসিবি পরিচালক শেখ সোহেলের মাতা এবং শ্বাশুড়ি সহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে খালিশপুরে করোনায় ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ( ২২ এপ্রিল ) সন্ধা ৭ টার সময় খালিশপুর ক্লিনিক মোড়ে থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান খান ডারউইন, যুবলীগ নেতা মাসুদ পারভেজ, মেহেদী হাসান টিপু, চয়ন কান্তি বিশ্বাস, ছাত্রলীগ নেতা দেবাশীষ মিস্ত্রি দেবা। এছাড়াও উপস্থিত ছিলেন হ্যাপি, বিধান, শিমুল, কামাল, রাজা, কবির প্রমুখ।
অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বিসিবি পরিচালক শেখ সোহেল এর মাতা ও শাশুড়ি সহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ এস আই