বাগেরহাটের খানজাহান (রহঃ) এর মাজার দিঘীর পুরুষ কুমির মাদ্রাজ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ কুমিরটি দিঘীর উত্তর পাড়ের ঘাটে অবস্থান করছে। মাঝে মাঝে পানির উপরে উঠছে। খাবার দিলেও খাচ্ছেও না কুমিরটি।
শনিবার (১২ জুন) সকাল থেকে এই অবস্থা হলেও সোমবার (১৪ জুন ) দুপুরে বিষয়টি সকলকে জানায় দিঘি সংলগ্ন বিনা বেগম নামের নারী। কুমিরের অসুস্থতার খবর পেয়ে কুমিরটিকে দেখতে ঘটনাস্থলে যান বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফার রহমান।
বিনা বেগম বলেন, দিঘীতে থাকা দুটি কুমির প্রায়ই আমার বাড়ির পাশের ঘাটে আসে। আমি মানুষকে দেখাই এবং খেতেও দেই। শুক্রবার রাতে পুরুষ কুমির মাদ্রাজ আমার ঘাটে আসে। অন্যান্য সময় খাবার দিলে সাথে সাথেই খেত। কিন্তু শনিবার সকাল থেকে খাবার দিচ্ছি কিন্তু খায় না। সোমবারও খাবার খায়নি মাদ্রাজ। একবারের জন্যও চোখ মেলছে না মাদ্রাজ। মনে হয়েছে ও অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি সবাইকে খবর দিয়েছি।
বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে খবর পেয়ে আমি মাজারে এসেছি। দিঘীর দুটো কুমিরই আমি দেখেছি। তবে পিলপিল নামের কুমিরটি সুস্থ রয়েছে। কিন্তু মাদ্রাজ নামের কুমিরটি অসুস্থ্য। আমি মাজার কর্তৃপক্ষকে জানিয়েছি মাদ্রাজকে চিকিৎসা দিতে হলে কুমিরটিকে উপরে উঠাতে হবে। তাহলে তাকে আটকিয়ে চিকিৎসা শুরু করা যাবে। রোগ নির্ণয় করে চিকিৎসা করতে পারলে আশাকরি কুমিরটি আবারও সুস্থ হয়ে যাবে।’
খুলনা গেজেট/ এস আই