ঐতিহাসিক খানজাহান (রহ.) মাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক। আধ্যাত্মিক শান্তি খুঁজতে শনিবার (৭ ডিসেম্বর) থেকে ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে মাজার এলাকা। দু’দিনব্যাপী এই ওরশে ভক্তরা জিকির, দোয়া এবং আধ্যাত্মিক গানের মাধ্যমে সময় কাটান।
গোপালগঞ্জ থেকে আসা দর্শনার্থী রফিকুল ইসলাম বলেন, খানজাহান আলীর মাজারে এসে এক অনন্য আধ্যাত্মিক শান্তি পাই। এখানে নিয়মিত ওরশে অংশ নিই।
রামপাল এলাকা থেকে আগত রহিম ফকির বলেন, মাজারের পরিবেশ অনেক সুন্দর, আর ওরশ উপলক্ষে জায়গাটি আরও সুন্দরভাবে সাজানো হয়। এটি দেখার জন্যই এখানে আসি।খানজাহান আলীর মাজারে এসে মনে একটা বিশেষ শান্তি পাই। ওরশের সময় ভক্তদের এমন আগ্রহ দেখে ভীষণ ভালো লাগে।
মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন ,সাড়ে ৫০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধারণ করে মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরশ শরীফ। আধ্যাত্মিকতার এই মহাযজ্ঞে প্রতি বছরই দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত সমবেত হন। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তদের জন্য এটি আধ্যাত্মিক মিলনের এক বিশাল আয়োজন। এবারের আয়োজন আগের চেয়ে আরও বড় এবং জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে।”
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এই ঐতিহাসিক ওরশ শরীফের সমাপ্তি হবে। তবে সমাপ্তির আগে দুই দিনব্যাপী চলবে নানা আনুষ্ঠানিকতা। রাতভর জিকির, দোয়া এবং বিশেষ আয়োজনে ভক্তদের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তুলেছে।
খুলনা গেজেট/ টিএ