বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইস্টার্ণ জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিতব্য এ কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হবে সকাল ৮টায়। এ উপলক্ষে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হচ্ছে গোটা এলাকায়। ইতোমধ্যে মঞ্চের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এছাড়া উক্ত এলাকায় মাইকিং করা হয়েছে। করা হয়েছে একাধিক পথসভা। পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি নিরলস কাজ করেছেন মহিলা কর্মীরাও। বিভিন্ন পাড়া-মহল্লায় কর্মী সম্মেলনের প্রস্ততি নিয়ে ব্যস্ত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী।
এদিকে আটরা শিল্প এলাকার ইস্টার্ণ জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিতব্য এই কর্মী সম্মেলন সফল করতে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ইস্টার্ণ জুট মিলস অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ইমামবাড়ি স্কুল মাঠ, চিংড়িখালী বাজারে পথসভা, মশিয়ালী মীনা বাজারে পথসভা, পথের বাজারে পতসভা, ইস্টার্ণ গেটে পথসভা, আফিল গেটে পথসভা, গিলাতলা পাকার মাথায় পথসভা ও শিরোমনি শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ জাতি দ্বিতীয় স্বাধীনতা লাভ করে। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। কমিশন গঠনের ৯০ দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন করেছি, এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণও করেছি। নির্বাচনি দল হিসাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এ সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত।
থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, মিডিয়া এবং প্রচার সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, মাওলানা সাইফুল ইসলাম খান, খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন বলেন, কর্মী সম্মেলন সফল করতে থানা এলাকায় তিনটি তোরণ, ১০ হাজার পোস্টার, ৮ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। ২০ হাজার কর্মীর সমাগম ঘটবে বলে আশা করছি। সকাল ৮ টা থেকে শুরু হবে সম্মেলনের কার্যক্রম। প্রস্তুতি সভার আগে মাঠ এবং মঞ্চ পরিদর্শন করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি সব কিছু দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তিনি সকল কর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানান। তিনি বলেন স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
খান জাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো জানান, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি যেটা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। থানাব্যাপি ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ মাইকিং এর ব্যবস্থা করেছি। বিভিন্ন এলাকায় পথসভা করেছি। নানান শ্রেণি পেশার মানুষকে আহবান জানাচ্ছি। কর্মী সম্মেলন শুরু হয়ে সকাল অটটায়। সকল কর্মীকে সম্মেলনে আসার জন্য আহবান জানান তিনি।
খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। প্রায় দেড় যুগ পরে আমরা খানজাহান আলী থানায় কর্মী সম্মেলন করতে যাচ্ছি। আমরা চাই সম্মেলনটি ইতিহাস হয়ে থাকবে। যার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার সেটা সম্পন্ন করেছি। বাক স্বাধীনতা ফিরে পাওয়ার উদাহরণ হয়ে থাকবে এক ডিস্মেবরের এই কর্মী সম্মেলন। আমরা পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
খুলনা গেজেট/ টিএ