ডাক বিভাগে চাকুরি করা সত্ত্বেও তথ্য গোপন করে সরকারের খাদ্যবান্ধব খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হয়েছেন গোবিন্দ প্রসাদ ঘোষ নামে এক ব্যক্তি। ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এই কার্যক্রম তিনি দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সরকারি চাকুরিজীবীর নামে প্রদত্ত ডিলারশিপ বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ আলী।
লিখিত অভিযোগে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত কানাইলাল ঘোষের ছেলে গোবিন্দ প্রসাদ ঘোষ ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের নিজস্ব লোক হওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন যাবত চাল বিক্রি করে আসছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি সুবিধাভোগী বা চাকরিজীবী আর্থিক সুবিধার জন্য কোন অবস্থাতে ডিলারশিপ নিতে পারবেন না। কিন্তু তথ্য গোপন করে চেয়ারম্যানের সহায়তায় এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন।
খুলনা গেজেট/ টি আই