খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

খর্ণিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় ৫ জন ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ২জন। শনিবার  (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহা গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক থেকে ইট আনলোড করে সাজু আহম্মেদ নামে এক ড্রাইভার ট্রাকটি চালিয়ে ডুমুরিয়া উপজেলা কুলবাড়িয়া গ্রামে অবস্থিত পুষ্পক সরদার এমএসবি ব্রিকসে আসছিলেন। এসময় দ্রুতগতি সম্পন্ন ট্রাকটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহা গ্রামের আসলে বিপরীত দিক (চুকনগর বাজার এলাকা থেকে) থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে স্বজোরে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা গ্রামের মাস্টার আব্দুল হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল (২৮) ও ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাসের শ্বাশুড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পশ্চিম বিলপাবলা এলাকার অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫) ঘটনাস্থলে মারা যান।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস (৩৮), খুমেক হাসপাতালে মেয়ে অর্ণি বিশ্বাস (৪), নিহত অমরী ঢালীর পুত্রবধূ নিপা ঢালী(২৫) ডুমুরিয়া হাসপাতালে মারা যায়। এসময় ইজিবাইক চালক বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা ঢালী (২৮) ও দক্ষিণ বিলপাবলা এলাকার অর্জিত ঢালী (৬) আহত হন। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকান্ত কুমার সাহা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দু’ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস অফিস ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক থানা পুলিশের হেফাজতে রয়েছে।

অপরদিকে রাতে  দুর্ঘটনায় আহত অরজিৎ (৬) ও অন্তিমা (১৮)কে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নগরীর একটি বেসরকারি মেডিক্যালে আনা হয়। সেখানে তাদের অপারেশন করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!