মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এবং কয়রা সাইক্লিং টিমের আয়োজনে কয়রা মধুর মোড় হতে চাঁদআলী ব্রীজ পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এই আয়োজনে অংশগ্রহণ করেন ১৩ বছরের কিশোর থেকে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত। এ দৌড় প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এলাকার নানা বয়সের প্রায় শতাধিক মানুষ। সকাল ৬ টায় শুরু হয়ে ৭ টায় শেষ হয় এ আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম হন ইসরাফিল হোসেন, (অন্তাবুনিয়া), দ্বিতীয় আব্দুর রহমান (মদিনাবাদ) এবং তৃতীয় হন মোহাম্মদ আলী(মদিনাবাদ)।
কয়রা সাইক্লিং টিমের সহ- সভাপতি উপজেলা প্রকল্প কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, বর্তমান যুবসম্প্রদায়কে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে এবং শারিরীকভাবে সুস্থ্য-সবল রাখার উদ্দেশ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। আজকের যুবসমাজ আগামীদিনের নীতিনির্ধারক। ম্যারাথনের মাধ্যমে যুব সম্প্রদায় তথা ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সচেতনতা বৃদ্ধিই উক্ত ম্যারাথনের মূল উদ্দেশ্য। উক্ত ম্যারাথনে সাত বছর বয়স থেকে ষাটোর্ধ বয়সের ব্যক্তির উপস্থিতি যুব সমাজকে মানষিক ও মানবিকভাবে মনোবল বৃদ্ধি করার কাজ করবে।
খুলনা গেজেট/কেএম