খুলনার কয়রায় সুন্দরবনে অভিযন চালিয়ে জবাইকৃত দু’টি হরিণ, একটি নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করছ বন-বিভাগ।
জানা যায়, ৪ জুন শনিবার রাতে খুলনা রেঞ্জের অধিনস্থ হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে সুন্দরবনে অভিযান চলাকালীন হোগলাখালি গেট সংলগ্ন এলাকায় রাত ৩ টার দিকে পৌছালে দুষ্কৃতকারীরা দু’টি জবাইকৃত হরিণ, নৌকা ও হরিণ ধরার ফাঁদ রেখে পালিয়ে যায়।
হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জবাইকৃত দু’টি হরিণ বিনষ্ট করা হয়েছে। নৌকা, হরিণ ধরার ফাঁদ সহ অনান্য সরঞ্জামাদি জব্দ তালিকা করে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।