মুজিব বর্ষের আহবান ৩ টি করে ’গাছ লাগান, লাগাও গাছ বাঁচাও দেশ’ শেখ হাসিনার নির্দেশ। প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছেন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। গোপালগঞ্জ জেলায় বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায়, দেশের দক্ষিণাঞ্চলে ৫ টি জেলায় ৩৮ টি উপজেলায় ফল বাগান স্থাপন ও রাস্তার ধারে তাল, খেজুর ও নারিকেল গাছ লাগানোর অংশ হিসেবে উপ প্রকল্প পরিচালক ও খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের প্রচেষ্টায় কয়রায় এ গাছ রোপন করা হয়।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের কায়েমের ব্রীজ থেকে সেরাজিয়া হাইস্কুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে খেজুর ও তালের চারা রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে চারা রোপনের শুভ উদ্বোধন করেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এমএল সাইট কয়রার বৈঞ্জানিক সহকারি মোঃ জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা আলী ইমরান মুকুল ও তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু যুব পরিষদের উপদেষ্টা আঃ হালিম, ফরহাদ হোসেন, সহ সভাপতি বাসারুল ইসলাম, সাধারণ সম্পাদক মহররম হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।