খুলনা, বাংলাদেশ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১২ মার্চ, ২০২৫

Breaking News

  আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
  মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে হামলা, ওসিসহ আহত ৩

কয়রার ৭টি ইউনিয়নে যুবদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট করে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম ও সদস্য সচিব মোঃ মোহতাসিম বিল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউপি সদস্য মোঃ কোহিনুর গাজী ও সদস্য সচিব এসএম কামরুজ্জামান টুটুল। উত্তর বেদকাশি ইউনিয়নের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু ও সদস্য সচিব মোঃ কামাল সরদার। কয়রা সদর ইউনিয়নের আহবায়ক আহাদুর রহমান লিটন ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক।

মহারাজপুর ইউনিয়নের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবু ও সদস্য সচিব তৈয়েবুর রহমান সুজা। মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক মোঃ মুকুল হোসেন ও সদস্য সচিব মোঃ আছাফুর রহমান মোল্যা।

বাগালী ইউনিয়নের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান খোকন ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এবং আমাদী ইউনিয়নের আহবায়ক মোঃ আবু তায়েব ও সদস্য সচিব রফিবুজ্জামান মিঠু।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন সফলের লক্ষ্যে আগামী একমাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের ওয়ার্ডসমূহে কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!