আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির অভিজ্ঞ রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
গত দুই মাস ধরে গাজায় যুদ্ধবিরিতর জন্য বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এ নিয়ে তেমন কোনো আগ্রগতি আর দেখা যাচ্ছে না। এর ফলে বিষয়টি ট্রাম্পের পদক্ষেপের দিকেই এগিয়ে যাচ্ছে।
এদিকে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। বিশেষ করে যুদ্ধ পরবর্তী গাজার কী হবে।
তবে গ্রাহাম বলেছেন, অভিষেকের আগেই ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চেয়েছেন। এছাড়া তিনি জিম্মিদের মুক্তিও চেয়েছেন।
হামাসের কাছে এখনও ১০১ জন ব্যক্তি জিম্মি রয়েছে। তাদের মধ্যে সাত জন মার্কিন নাগরিক। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী জানিয়েছে, এদের মধ্যে হয়তো অর্ধেক বেঁচে আছে।
গত এক বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম