বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, খেলা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্রিকেটারদের সতর্ক থাকতে হবে। খেলা চলাকালীন শুধু খেলায় যাতে মনোযোগ থাকে সেটি চিন্তা করছি।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে পাপন আরও বলেন, একটা সিরিজের জন্য ওদের নিয়ে যা বলা হয় এটি কি ঠিক? অকল্পনীয়। আমার বিশ্বাসই হয় না। এই যে বাবর আজম, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, আমাদের দেশে রান করেছে? তাই বলে ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? কেন আমাদের খেলোয়াড়দের বেলায় এমন হয়? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি কিন্তু মিডিয়া করে না। খেলোয়াড়দের জন্য এটি বিরাট চাপ হয়ে দাঁড়াচ্ছে। এটি থেকে বের হতে হবে।
পাপন বলেন, খেলোয়াড়দের বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। যারা না বুঝে বলে সেটি এক জিনিস। কিছু লোক আছে সব জানে। তারপরও টিভিতে টকশোতে যখন বলে- জেনেশুনেই তারা দেশের বিরুদ্ধে বলে।