খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

ক্রলির ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

জ্যাক ক্রলির ডাবল সেঞ্চুরি আর জস বাটলারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির আগে অবশ্য ডাবল সেঞ্চুরিকে আরও বড় বানিয়ে আউট হন ক্রলি। চা বিরতি পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৯০ রান। ক্রলি আউট হন ২৬৭ রান করে। তবে অপরাজিত আছেন বাটলার। ব্যাট হাতে ১৪০ রান করে এখনও ক্রিজে আছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে নতুন মাইলফলক স্পর্শ করলেন ২২ বছর বয়সী ইংলিশ এ তরুণ ব্যাটসম্যান। ১৯৭৯ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী হিসেবে ডাবল সেঞ্চুরির নজির স্থাপন করেছেন ক্রলি। ১৯৭৯ সালে ক্যারিয়ারের ১২তম টেস্টে ভারতের বিপক্ষে বার্মিংহামে সেঞ্চুরি করেছিলেন ডেভিড গাওয়ার।

শুক্রবার প্রথম দিনে ৪ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আগের দিনে ১৭১ রানে অপরাজিত থাকা ক্রলি শনিবার ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন ভোজের পরপরই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন।

অবশ্য লাঞ্চের কিছু আগেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। এর আগে ওয়ানডে ও টেস্ট মিলে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!