খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ কর্মচারী ইউনিয়নের নির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানার বিসিক শিল্প নগরী শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড’র কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আজ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ২টি প্যানলের মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্যাবল শিল্প লিমিটেড এর ক্যান্টিন মিলনায়তনে সকাল ৯ টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেলা ১২ টা ৫০ মিনিট হতে দেড়টা পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের জন্য মোট ৪০ মিনিট বিরতিসহ ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত । নির্বাচনের শাহজাহান-মুজিব পরিষদে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মোঃ শাহজাহান, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান মোড়ল, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান মনা, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান মিনা, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কোষাধক্ষ্য মোঃ মুরাদ শেখ ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আব্দুর রউফ।

অন্যদিকে কাদের-কামরুল পরিষদে হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে মোঃ আব্দুল কাদের খাঁন, সহ-সভাপতি মোঃ মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শিমুল হোসেন, প্রচার সম্পাদক মোঃ শাহনেওয়াজ মোল্লা, কোষাধক্ষ্য শেখ ইকবাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আনোয়ার হোসেন মিন্টু।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেবল শিল্প লিমিটেড’র অডিট সুপার মোঃ মাহবুবর রহমান । নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য তিনি প্রতিদ্বন্দ্বী সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।

খুলনা গেজেট/ একরামুল/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!