খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

ক্যান্ডি টেস্ট : বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক প্রথম সেশন

ক্রীড়া প্রতিবেদক

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের জন্য স্বস্তির। ২৮ ওভার বল করে ৩ উইকেট পেয়েছে তারা, শ্রীলঙ্কা করেছে মাত্র ৪৩ রান। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে থামলেও ওশাডা ফার্নান্ডো ক্রিজ আঁকড়ে ধরে আছেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছে বাংলাদেশ। ১১৬ ওভারে ৪ উইকেটে ৩৩৪ রানে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। ১ উইকেটে ২৯১ রানে শুক্রবার (৩০ এপ্রিল) খেলা শুরু করেছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১৬ ওভারে ৩৩৪/৪ (ওশাডা ৬৫*, নিশানকা ০*)

গত ম্যাচে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করলেন তাইজুল ইসলাম। মাত্র ৯ বলে ২ রান করে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। বাংলাদেশি স্পিনারের বল ধনঞ্জয়ার ব্যাটে লেগে লিটন দাশের গ্লাভস ছুঁয়ে শান্তর হাতে ধরা পড়ে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!