খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ক্যাচ মিসে ম্যাচ মিস! সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৭১ রান তোলে। জবাবে অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে জিতে যায় নিউজিল্যান্ড। দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। ৪৮.২ ওভারে ৫ উইকেটে ২৭৫ রানে থেমেছে নিউজিল্যান্ড।

নিশাম ও ল্যাথামের ৭৬ রানের জুটি ভেঙে ম্যাচে রোমাঞ্চ ফেরালেন মোস্তফিজ। নিজের তৃতীয় স্পেল করতে এসে মোস্তাফিজ ফেরালেন নিশামকে। তাসকিনের বলে ৩ রানে মুশফিকের হাতে জীবন পাওয়া নিশাম ফিরলেন ৩০ রানে। সীমানায় তার ব্যাট নেন সৌম্য। নিশামের আউটের সময় নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২৪২।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!