খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ
শুক্রবার কোয়ার্টার ফাইনাল শুরু

প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরের প্রথম দিনেই চলমান ফেডারেশন কাপের দ্বিতীয় পর্ব বা কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে। এই পর্বে প্রথম ম্যাচে শেখ রাসেল মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর।

ফেডারেশন কাপে গ্রুপের শেষ দিনের খেলায় সামনে চলে আসে গোলের নানা হিসাব। এদিনে শেখ রাসেল ৩-২ গোলে শেখ জামালকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ওঠে কোয়ার্টার ফাইনালে। শেখ জামাল হারলেও পুলিশের সঙ্গে ১ পয়েন্ট নিয়ে তারা ছিল রানার্স আপের দৌড়ে। কিন্তু দুই দলের গোল ব্যবধান সমান হলে বেশি গোল করার সুবাদে শেখ জামাল পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। তার আগের ম্যাচে আবাহনী ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে, রানার্স আপ মোহামেডান।

গত বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারায় আবাহনী। এই জয়ের সুবাদে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে আবাহনী। তবে আবাহনীর এ জয়ে ভাগ্য খুলে যায় তাদের চীরপ্রতিদ্বন্দ্বি সাদাকালো শিবিরের। আবাহনীর সাথে তারাও কোয়ার্টার ফাইনালে নাম লেখায়।

কোয়ার্টার ফাইনালে আবাহনী মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারার। শেষ আটে মোহামেডানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের সেরা সাইফ স্পোর্টিং ক্লাব।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!