ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব খুলনার আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে নিউ ক্রিকেট একাডেমী ও বারাকপুর ক্রিকেটার্স। আজ শনিবার সার্কিট হাউস মাঠে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের ম্যাচ দু’টি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে নিউ ক্রিকেট একাডেমী ৩ উইকেটে পোর্ট সিটি ওয়ারিয়র্সকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে পোর্ট সিটি ওয়ারিয়র্স ১৫.৪ ওভারে মাত্র ৬৬ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন তানভীর। নিউ ক্রিকেট একাডেমীর হয়ে তামজিদ ও সিনু ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নিউ ক্রিকেট একাডেমী ১১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দলের শাহীন ১৮ ও তন্ময় ১৩ রান করেন। প্রতিপক্ষের দিপু নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিজয়ী দলের শাহীন।
দিনের দ্বিতীয় ম্যাচে বারাকপুর ক্রিকেটার্স ৩ উইকেটে পল্লী মঙ্গল ক্রিকেটার্সকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে বারাকপুর ক্রিকেটার্স ১৮.২ ওভারে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৩৩ বলে সর্বোচ্চ ৩২ রান করেন আরমান। বারাকপুরের হয়ে সালমান ৪টি ও সজল ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বারাকপুর ক্রিকেটার্স ১৩.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র ২১ বলে ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪০ রান করেন রনি। প্রতিপক্ষের ফাহিম নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিজয়ী দলের রনি।
খুলনা গেজেট/এএমআর