ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব খুলনা শাখা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে ইন্টার স্পোর্টস ক্লাব ও মিরা স্মৃতি সংসদ। আজ শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের দু’টি খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে ইন্টার স্পোর্টস ক্লাব ১১০ রানের বড় ব্যবধানে শামছুর রহমান মানি স্মৃতি সংসদকে পরাজিত করে। এদিন আগে ব্যাট করতে নেমে খুলনা ইন্টার স্পোর্টস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। দলীয় মাত্র ৪৫ রানে ৭ উইকেট পড়লেও রাজীবুলের অনবদ্য ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় ইন্টার স্পোর্টস। নবম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে মাত্র ৩৫ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি ছিলো তার ইনিংসে। এছাড়া ৩৪ বলে ৪৬ রান করেন ইমরান। শামছুর রহমান মানি স্মৃতি সংসদের হয়ে দু’টি করে উইকেট নেন আরমান ও রাহাত।
জবাবে ব্যাট করতে নেমে শামছুর রহমান মানি স্মৃতি সংসদ ১৯.৩ ওভারে মাত্র ৬৬ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সাকিব ২২, আরমান ১৭ রান করেন। বিজয়ী দলের রবিউল ৩টি এবং বিশ্ব ও জিয়া ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাজীবুল।
দিনের দ্বিতীয় ম্যাচে মিরা স্মৃতি সংসদ ৫৭ রানে এক্স ইলেভেনকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে মিরা স্মৃতি সংসদ ১৯.৪ ওভারে ১২১ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে শাহেদ ৩২, সানি ও টুটুল ২১ করে, সুজাত মাত্র ৭ বলে ২০ রান করেন। এক্স ইলেভেনের হয়ে সবুজ, সজল, তুর্কি ও মুন্না ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে এক্স ইলেভেন ১৫.৫ ওভারে মাত্র ৬৪ রান করেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ২১ রান করেন সজল। বিজয়ী দলের মেহেদী, আসিফ ও পিয়াস ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন শাহেদ ও সুজাত।
খুলনা গেজেট/এএমআর