ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কোয়াব খুলনা আয়োজিত কোয়াব টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে রানা-সেতু মেমোরিয়াল ও বারাকপুর ক্রিকেটার্স। সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে প্রতিযোগিতার প্রথম দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে রানা সেতু মেমোরিয়াল ৪ উইকেটে আইচগাতি ক্রিকেটার্সকে পরাজিত করে। আগে ব্যাট করে আইচগাতি ক্রিকেটার্স ১০০ রান করে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে রানা-সেতু মেমোরিয়াল ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে রাজু সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া আরিফ ১৭, রিম ১৩ রান করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে বারাকপুর ক্রিকেটার্স ৭ উইকেটের বড় ব্যবধানে মিরা স্মৃতি সংসদকে পরাজিত করে সেমিফাইনালে নাম লেখায়। এ ম্যাচে আগে ব্যাট করে মিরা স্মৃতি নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে ২৩ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন সুজাত। এছাড়া রানা ২৯, পিয়াস ২৫, শহীদ ২১ রান করেন। বারকপুর ক্রিকেটার্সের হয়ে মুন্না ৩ উইকেট নেন। এছাড়া সালমান, ইমন ও তানজীর ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বারাকপুর ক্রিকেটার্স শুভ’র অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। মাত্র ৩৪ বলে ৯টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ রান করে অপরাজিত থাকেন শুভ। এছাড়া ইমন ২১ বলে ৪০, মারুফ ৩৮ রান করেন। প্রতিপক্ষের মেহেদী, পিয়াস ও আসিফ একটি করে উইকেট নেন।
খুলনা গেজেট/এএমআর