ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব খুলনা শাখা আয়োজিত কোয়াব টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রানা-সেতু মেমোরিয়াল ও বারাকপুর ক্রিকেটার্স। আজ বুধবার খুলনা সার্কিট হাউস মাঠে প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম সেমিফাইনালে বারাকপুর ক্রিকেটার্স ৮ উইকেটের বড় ব্যবধানে কাস্টমঘাট বয়েজকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়। এদিন আগে ব্যাট করতে নেমে বারাকপুর ক্রিকেটার্স ১৫.৪ ওভারে মাত্র ৭০ রান করেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মোজাম্মেল। বলার মতো রান আর কেউ তাদের করতে পারেনি। রানা-সেতু মেমোরিয়ালের হয়ে দারুণ বোলিং করেন আজিজুল। মাত্র ১১ রান খরচায় প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফেরৎ পাঠান তিনি। ৩টি উইকেট নেন সালমান। একটি করে উইকেট নেন মুন্না ও ফারুক।
জবাবে ব্যাট করতে নেমে রানা-সেতু মেমোরিয়াল মাত্র ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র ৫ বলে সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন সাগর। এছাড়া শুভ ৬ বলে ১৮, ফারুক ১৭, শোভন ১৩ রান করেন। প্রতিপক্ষের একটি করে উইকেট নেন রোমান ও আসলাম। ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের আজিজুল।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে রানা-সেতু মেমোরিয়াল ৩৪ রানে সাউথ কিংস ইলেভেনকে পরাজিত করে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রানা-সেতু মেমোরিয়াল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রান। ২৪ বলে ৩৯ রান করেন আরিফ। এছাড়া প্রিন্স ৩৮, সুজন ২৯ রান করেন। সাউথ কিংস ইলেভেনের হয়ে শাওন নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে সাউথ কিংস ইলেভেন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন বাবু। এছাড়া আশিক ২৫, সৈকত ১৭ রান করেন। বিজয়ী দলের শাহীন, সুজন, প্রিন্স প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন বিজয়ী দলের প্রিন্স।
খুলনা গেজেট/এএমআর