বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে সুন্দরবন সংলগ্ন ঢাংমারী এলাকা হতে এই মাংস জব্দ করেন তারা। তবে এর সাথে জড়িত হরিণ শিকারী চক্রের সদস্যরা এসময় পালিয়ে যায় বলে দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) থেকে এক প্রেস বার্তায় জানানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মামুনুর রহমান প্রেস বার্তায় উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্টগার্ডের একটি টহল দল সুন্দরবন সংলগ্ন ঢাংমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে। এসময় শিকারি চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত হরিণের মাংস আইনানুগ ব্যবস্থা নিতে পূর্ব সুন্দরবনের ঢাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বার্তায় জানানো হয়।
খুলনা গেজেট/ টি আই