বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নন-একাডেমিক ব্যক্তির নিয়োগের নিন্দা ও বাতিলের দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ০৫ মে, ২০২১ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নন-একাডেমিক ব্যক্তির নিয়োগকে ঘিরে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অধ্যাপনা করেননি এমন একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা কার্যক্রম, ও জ্ঞানচর্চার আর্থিক সিদ্ধান্তে কতটুকু ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে শিক্ষকরা উদ্বিগ্ন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে একজন প্রশাসনিক সরকারি কর্মকর্তার নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী। অতএব, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই নিয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই নিয়োগাদেশ বাতিলের দাবি করছে।
খুলনা গেজেট/এমএইচবি