কোরবানি দাও কোরবানি
মনের ভেতর পশুত্ব দূর করে
ভালো মানুষ হয়ে
এ জীবন দাও কোরবানি।।
দিলে থাকুক যত ময়লা
থাকুক যত মন পশুর স্বভাব,
সব কিছুই ঝেলেই ফেলে
এ হৃদয়ে কার অভাব।।
তাকওয়া আর পরহেজগার
থাক ন্যায় উদ্দাম,
দ্বীনের পথে অবিচল হয়ে
খোদা ভৃতি সদা মনোরম।।
থাকো তুমি অটুট হয়ে
ছেড়ো না তোমার ঈমান,
অল্প ভুলে সব শেষ
ভেঙ্গে পড়ে আসমান।।
সময় থাকতে কর তুমি
মনের পশুর কোরবান,
তাকওয়া আর ন্যায় নীতিতে
খুলো তোমার জবান।।
খুলনা গেজেট/ টি আই