রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল ৬ টায় কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে লড়বে ফুটবল দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল। ৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের মুখোমুখি হবে ১৪ বারের শিরোপাধারী আলবিসেলেস্তেরা।
কোপার ফাইনালে গত চার আসরে তৃতীয়বার উঠল আর্জেন্টিনা। গত আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তার আগের দুই আসরে চিলির বিপক্ষে শিরোপা হাতছাড়া করেছেন মেসিরা। এবার আরও কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল।
কোপার ফাইনালে এই পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। একবার জিতেছে আর্জেন্টিনা, দুইবারই জয় তুলেছে সেলেসাওরা।
কোপা আমেরিকার ১৯৩৭ আসরের ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। হলুদ জার্সিধারীরা ২০০৪ সালে এবং ২০০৭ সালে মেসির বিপক্ষেই ৩-০ গোলের জয়ে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে।
কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ, আর্জেন্টিনার ১৫ জয়ের পিঠে ব্রাজিলের জয় ১০টি, ৮ ম্যাচে হয়েছে ড্র। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৮ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনার জয় ২টি, ব্রাজিলের জয় ৪টি, ২ ম্যাচে হয়েছে ড্র।