নানা রঙের ফুল। ঝলমলে আলো। ইতিমধ্যেই সেজে উঠেছে অনন্ত-রাধিকার ছাদনাতলায়। প্রায় এক বছর ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের পরে শুক্রবার অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ে করবেন এই দম্পতি।
অনন্ত-রাধিকার এলাহি প্রাক বিয়ের অনুষ্ঠানে জামনগরে হাজির হয়েছিল গোটা বলিউড। এমনকী, অনন্ত-রাধিকার সঙ্গীত, হলদি ও শিবপুজোতেও অংশ নিয়েছেন বলিউড সেলিব্রিটিরা। আর এবার পালা বিয়ের।
এই বিয়ের অনুষ্ঠানেও দেখা যাবে দেশি বিদেশি নামিদামি ব্যক্তিকে। বিবিসি জানিয়েছে, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শুক্রবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠানে মুম্বাইয়ে পৌঁছেছেন।
আরও যারা উপস্থিত থাকবেন সেই তালিকায়টাও বেশ লাম্বা। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও আসতে পারেন মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে।
এদিকে বলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়বে বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পাণ্ডে, কারিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকার।
মাসব্যাপি বিলাসবহুল উদযাপনের ইতিমধ্যেই রিহানা এবং জাস্টিন বিবারের মতো পপস্টারদের পারফরম্যান্স দেখিয়েছে। সোমবার তাদের পরিবারের কর্মীদের জন্য একটি চূড়ান্ত সংবর্ধনার আগে পরিবার সপ্তাহান্তে একটি অভ্যর্থনা করবে।
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ছিলেন মাইক্রোসফ্ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মতো ব্যক্তিরাও ছিলেন অতিথিদের মধ্যে।
খুলনা গেজেট/এএজে