কোটা বেড়েছে বাংলাদেশের হজযাত্রীর। এ বছর অতিরিক্ত আরো দুই হাজার ৪১৫ জন মুসল্লি হজ করত পারবেন।
বুধবার রাতে ধর্মমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের আগের হজযাত্রীর কোটা ছিল ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন। নতুন করে বাংলাদেশ থেকে আরো ২৪১৫ জন হজযাত্রীকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবে ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবে ২৩০০ জন।