সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল সহকারে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। তাদের কর্মসূচির অংশ নেয় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা মিছিল ও স্লোগান দিতে থাকে। পরে নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে রাখে। এতে খুলনা-যশোর মহানড়ক, শিববাড়ি-সোনাডাঙ্গা সড়ক ও শিববাড়ি-ময়লাপোতা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের।
খুবির বাংলা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, এই রায় অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখব।
খুবি শিক্ষার্থী আজাদ মিয়া বলেন, কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। সাংবিধানিক দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।
২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধা ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
খুলনা গেজেট/এমএম