কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল বুধবার (১৭ জুলাই) বাদ জোহর সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কোটা সংস্কার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক অবরোধে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এদিন এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদেরও দেখা যায় সড়কে। তাদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে দুজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন মারা গেছেন।
এছাড়াও সারাদেশে আহতের সংখ্যা কয়েক শ। ঢাকাতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত সাত শিক্ষার্থী। এ অবস্থায় স্কুল-কলেজ বন্ধ ও পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।
খুলনা গেজেট/কেডি