খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

কোটালীপাড়ায় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার(১০ এপ্রিল) র‌্যাব এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

র‌্যাব জানায়, গতকাল শনিবার (৯ এপ্রিল) ঢাকার শাহাবাগ থেকে মামলার ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। এরপরে তার দেওয়া তথ্য মতে মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা ও গোপালগঞ্জ এর কোটালীপাড়া থেকে অটল বাড়ৈ এবং প্লাবন বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত ২৬ মার্চ রাতে ভুক্তভোগী(স্কুল শিক্ষার্থী) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার পীড়ারবাড়ি মন্দির থেকে গান শুনে তার মামার বাড়ি যাচ্ছিলো। এমন সময় আসামিরা ভিকটিমের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে নগ্ন করে ভিডিও করে। তারপর আসামিরা সবাই ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং নেশাজাতীয় বস্তু খাইয়ে দিয়ে সারা রাত পালাক্রমে নির্যাতন করে।

পরের দিন মামলার ১নং আসামি গোপালের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং উচ্চ স্পীকারে সাউন্ডবক্স বাজিয়ে তিন দিন ধরে সংঘবদ্ধভাবে আবারও ধর্ষণ করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়।

এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৬ এপ্রিল কোটালীপাড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করে। পুলিশ মেয়েটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, র‌্যাব আসামিদেরকে গ্রেপ্তার করেছে। তারা আসামিদেরকে আমাদের কাছে বুঝে দেবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তারা এসে পৌছেনি। তাদের কাছে আসামিদের পৌছানোর পর কাল(১১ এপ্রিল) আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!