খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করায় ৮ নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। দলটির সিনিয়র যুগ্মগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে শোকজ নোটিশ জারি করা হয়। বৃহস্পতিবার (০১ জুন) স্ব স্ব নেতাদের নামে এ চিঠি পাঠানো হয়েছে।
যাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন ৫নং ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯নং ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, ২২নং ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার, ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শমসের আলী মিন্টু, ৩০নং ওয়ার্ডে বিএনপি কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯নং ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো ও ১৪ নম্বর ওয়ার্ডে মুশফিকুস সালেহীন।
চিঠিতে বলা হয়েছে, ‘বিগত ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৫ বছর কারাভোগ করছেন। সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে। এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই সরকারের অধীনে কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন।
সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’
অবশ্য শোকজপ্রাপ্ত একাধিক নেতা খুলনা গেজেটকে জানান, তাঁরা এখন অনেকেই দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নন, এমন কী তাদের প্রাথমিক সদস্য পদও নেই। ফলে বিএনপির এই শোকজ নোটিশটি যথাযথ হয়নি।
খুলনা গেজেট/কেডি