খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

কেসিসির জোড়াগেট হাটে এবার ৬ হাজার ৬২১টি পশু বিক্রি

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর জোড়াগেট কাঁচা বাজার চত্বরে অবস্থিত খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট শেষ হয়েছে আজ শনিবার ভোর সাড়ে ৪টায়। ভোর পর্যন্ত কেসিসি পরিচালিত এই পশুর হাটে ৬ হাজার ৬৫১টি কোরবানীর পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৩৮৩টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১০৩টি ভেড়া এবং ৩টি মহিষ। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ ৯ হাজার ৬০২ টাকা।

এ বছর ৪০১টি গরু বেশি বিক্রি হয়েছে। পশু বিক্রির হাসিল ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করায় খাজনা আদায় সামান্য কমেছে।

গতবছর অর্থ্যাৎ ২০২৪ সালে জোড়াগেট হাটে ৬ হাজার ২৬৮টি কোরবানীর পশু বিক্রি হয়। এর মধ্যে ৩ হাজার ৯৮২টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১২২টি ভেড়া এবং দুটি মহিষ। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয় ২ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা।

কেসিসির হাট পরিচালনা কমিটির সদস্য সচিব ও  এস্টেট গাজী সালাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১ জুন জোড়াগেট পশুর হাট উদ্বোধন করেন কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!