খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’করোনার কারণে বন্ধ থাকা উন্নয়নমূলক কাজ পুণরায় শুরু করা হয়েছে।’ কেসিসি’র সকল উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নির্মাণকাজে ব্যবহৃত সকল প্রকার সামগ্রীর মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। মানসম্পন্ন বিবেচিত হলেই কেবলমাত্র সেগুলি ব্যবহার করা যাবে।’ উন্নয়নমূলক সকল কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
সিটি মেয়র আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। ‘‘খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’’ শীর্ষক প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রকল্পের পরামর্শক সংস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক মো: রোকনুজ্জামান, অধ্যাপক ড. কাজী এ বি এম মহীউদ্দিন, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহম্মদ হোসেন, শেখ মো: মাসুদ করিম, কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: তসলিম আহমেদ আশাসহ কেসিসি’র উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারগণ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম