খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

কেসিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা সরদার আবু তাহেরের আম্মার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এবং আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক, খুলনা সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রোটারি লিডার আলহাজ্ব সরদার আবু তাহের আম্মা আবেদা খাতুন (৮২) আজ শুক্রবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ৯ টায় ফুলতলা উপজেলা পরিষদের মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ডাবুর মাঠ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে ।

সরদার আবু তাহের এর মায়ের মৃত্যুতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, খুলনা মহানগর শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু, আমরা বৃহত্তর খুলনাবাসীর সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফ এবং উভয় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশসহ বিদেহী আত্মার সর্বোচ্চ শান্তি কামনা করেছেন। একই সাথে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!