যশোরের কেশবপুরে ৪ দলীয় দাঁড়িয়া বাঁধা খেলা প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িয়া বাঁধা খেলা প্রতিযোগিতা খেলায় অংশ গ্রহণ করেন,কেশবপুর উপজেলার মজিদপুর দল, নতুন মূলগ্রাম দল,বকুলতলা দল,ও গোপসোনা দল।
শনিবার ভোগতী(আংশিক) মূলগ্রাম বন্ধুমহল স্পটিং ক্লাবের আয়োজনে ভোগতী নরেন্দপুর শিতলাতলা মাঠে মোহরাব নোয়াপাড়া সাব রেজিস্ট্রার অফিসের ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে ও আছির উদ্দীন সরদারের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা,পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন,বাবু,পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর মশিয়ার রহমান,পৌর ১,২,ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুন,সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দীন,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,কেশবপুর নিউজ ক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান,কেশবপুর প্রেস ক্লাবের সদস্য মেহেদী হাসান জাহিদ সহ সকল শ্রেনীর পেশার মানুষ।নতুন মূলগ্রামকে হারিয়ে ২ গোলে প্রথম বিজয়ী হন মজিদপুর,গোপসোনাকে ১ গোলে হারিয়ে দ্বিতীয় বিজয়ী হন বকুলতলা।খেলা শেষে প্রথম বিজয়ী দলকে নগদ ৫ হাজার টাকা,ও দ্বিতীয় দলকে নগদ ৩ হাজার টাকার পুরস্কার দেয়া হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আছির উদ্দীন সরদার। ৪ দলীয় দাঁড়িয়া বাঁধা খেলা দেখার জন্য মাঠে শত, শত নারী, পুরুষসহ সকল শ্রেনীর পেশার মানুষ ভিড় জমিয়ে ছিলেন।