খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

কেশবপুরে ১০ চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিষ্কার

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ১০ জন চেয়ারম্যান প্রার্থীকে দলে থেকে বহিষ্কার করা হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

আগামী ৫ জানুয়ারী কেশবপুর ইউপি নির্বাচন। ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন দলীয় মনোনয়ন বোর্ড। কিন্তু মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকে বর্তমান নৌকার ইউপি চেয়ারম্যানসহ এবং আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে যারা তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি তাদেরকে আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলথেকে বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন ত্রিমোহিনী ইউনিয়নের বর্তমান নৌকার চেয়ারম্যান এস এম আনিসুর রহমান, জাহাঙ্গীর আলম সুজন। সাগরদাঁড়ী ইউনিয়নের বর্তমান নৌকার চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। বিদ্যাননদকাটী ইউনিয়নের বর্তমান বিদ্রোহী চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়নের বর্তমান বিদ্রোহী চেয়ারম্যান মনোয়ার হোসেন, কেশবপুর সদর ইউনিয়নে জাহাঙ্গীর আলম, সুফলাকাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম মনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়নের মাসুদুর রহমান ও সাতবাড়িয়া ইউনিয়নে উত্তম কুমার ঘোষ।

উল্লেখ্য ২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দের দিনে চেয়ারম্যান পদে ৪৯ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৩ জন ও সাধারণ মেম্বার পদে ৩৯৭ জনের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!