খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর সদর ফাইনালে

কেশবপুর প্রতিনিধি

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, যুব সমাজকে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। ক্রীড়াই যুব সমাজের মেধা ও মননকে বিকশিত করে এবং তরুণ প্রজন্মকে সমাজ বিনির্মাণে উদ্দীপ্ত করে। মাদকের অভিশপ্ত জীবন থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয়ভাবে খেলাধুলায় আগ্রহী যুবকরা একসময় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে।

শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের রাসেল মিনি স্টেডিয়ামে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রথম সেমিফাইনাল খেলায় যশোর সদর উপজেলা ফুটবল একাদশ ২-১ গোলে মণিরামপুর মণিরামপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এসময় যশোর সদর উপজেলা ফুটবল একাদশের কৃতি খেলোয়ার জাহিদুর রহমান জাহিদকে হোটেল জাবের ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আলী হাসান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মীর জহুর আহম্মেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎনা আরা মিলি, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ^াস, শেখর রঞ্জন দাস, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহŸায়ক সরদার মুনছুর আলী, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, মণিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ স¤পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম ও আরজান আলী। ধারা বর্ণনায় ছিলেন রেজাউল করিম ও মহির উদ্দীন মাহী।

আগামীকাল বিকাল ৩টায় ২য় সেমিফাইনাল খেলায় অভয়নগর উপজেলা ফুটবল একাদশ শার্শা উপজেলা ফুটবল একাদশের মুখোমুখি হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!