যশোরের কেশবপুর ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র বাছায়ে তিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি মেম্বার প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, রোববার ছিলো কেশবপুর ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন। ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন প্রার্থীর মধ্যে ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ এক ইউপি সাধারণ মেম্বার প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন উপজেলা নির্বাচন কমিশন। প্রার্থীরা হলেন, ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সুজন, ৭ নং পাঁজিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম রবিউল ইসলাম, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) চেয়ারম্যান প্রার্থী রিজাউল ইসলাম এবং ৩ নং মজিতপুর ইউনিয়ন পরিষদের একজন সাধারণ মেম্বার প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
কেশবপুর উপজেলা ইউপি নির্বাচনে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে ১১ জন, হাতপাখা মার্কার ৪ জনসহ মোট ৫৭ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১২৫ জন ও সাধারণ মেম্বার পদে ৪০৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারী কেশবপুর উপজেলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ টি আই