যশোরের কেশবপুরে ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান হত্যা মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার তারা আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে সোহেল হোসেন, আব্দুর রশিদের ছেলে রাজু হোসেন, মৃত নজির গাজীর ছেলে আব্দুর রশিদ, মৃত দীন মোহাম্মদের ছেলে রহিম হোসেন রানা ও মৃত হাজির উদ্দিনের ছেলে আমির আলী।
উল্লেখ্য, গত ৭ মে উপজেলার বালিয়াডাঙ্গা সাইক্লোন শেল্টারে ভিজিএফ কর্মস‚চির আওতায় অসহায় ও দরিদ্রদের মাঝে ৪৫০ টাকা করে সরকারি সহায়তা বিতরণ চলছিল। এ নিয়ে বেলা সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। এদের মধ্যে ছাত্রলীগ নেতা সারাফাত হোসেন সোহান চিকিৎসাধীন অবস্থায় গত ১২ মে রাতে মারা যান। এ ঘটনায় সোহানের চাচা পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কেশবপুর থানায় প্রথমে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তিত হয়।
খুলনা গেজেট/কেএম