কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। জয়নাব বেগম বাদী হয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার খলিলের বিরুদ্ধে ওই এজাহার দায়ের করেন।
থানার এজাহার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুদানের সরকারী টিন সেড পাকা ঘর পাইয়ে দেওয়ার কথা বলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান একই ওয়ার্ডের বেলকাটী গ্রামের হেলাল উদ্দিন বিশ্বাসের স্ত্রী জয়নাব বেগম (৪৫) ও তার মা রাজিয়া বেগমের (৬০) নিকট থেকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকার প্রতারণা করে আত্মসাত করেছে।
মেম্বার খলিলুর রহমান ঘর দিতে ব্যর্থ হলে বাদী পাওনা টাকা চাইতে গেলে একের পর এক ওয়াদা করে টাকা ফেরৎ না দিয়ে তাল বাহানা করে আসছে। কথাকাটাকাটির এক পর্যায় সময় দিতে না চাওয়ায় মেম্বার বাদী ও তার মাকে মারপিট, ক্ষয়ক্ষতি, প্রাণনাশ এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার হুমকি অব্যাহত রেখেছে। এ কারণে জয়নাব বেগম বাদী হয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার খলিলের বিরুদ্ধে প্রতারণা করে ৬০ হাজার টাকা আত্মসাতের ঘটনা উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন।
এ ঘটনায় জয়নাব বেগম গত ১৭ আগস্ট মেম্বারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও ১৯ আগস্ট কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘একটি এজাহার পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা গেজেট/ এস আই