কেশবপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সরেজমিন গিয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা হাসানপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাষ্টার মিজানুর রহমান কাকর হাসানপুর মৌজার জনবসতি এলাকার একটি পুকুর থেকে অবৈধ ভাবে ৩ দিন ধরে প্রতাপপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ম্যাশিন দিয়ে বালি উত্তোলন করে চলেছে। ফলে এলাকাবাসী মধ্যে ক্ষোভে সৃষ্টি হয়। মেশিন দিয়ে বালি উত্তোলন করার কারণে পাশ্ববর্তী জমির ক্ষতি হওয়ার আশঙ্কায় জাহাঙ্গীর হোসেনকে বারবার নিষেধ করা সত্বেও সে ৩ দিন ধরে উক্ত জমি হইতে বালি উত্তোলন করেই চলেছে। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এ বিষয়ে মিজানুর রহমান কাকনের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পুুকুর থেকে বালি উত্তোলন করে ঘরের ভিত ও নিজের কিছু জায়গা ভরাট করেছি। বালি উত্তোলনের কোন অনুমতি নাই। আমি আমার পুকুর থেকে বালি উত্তোলন করেছি।’
এ ব্যাপারে প্রতাপপুর সহকারি ভূমি কর্মকর্তা কার্তিক চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বর্তমানে ছুটিতে আছি। এ বিষয়ে আমি কিছু জানিনা। সরকারি অনুমতি ছাড়া কোন বালি উত্তোলন করা যাবে না। কেউ যদি সরকারি অনুমতি ছাড়া বালি উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা গেজেট/এনএম